Spread the love

গোপাল দেবনাথ,
আজ নেহেরু যুব কেন্দ্র বর্ধমান ,যুব কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রক, ভারত সরকারের উদ্যোগে “সহযোদ্ধা বর্ধমানের” সহযোগিতায় বর্ধমানের ঝিঙুটীতে “স্বচ্ছ ভারত” (Clean India) কার্যক্রমের উদ্বোধন করা হল। উদ্বোধন করেন বর্ধমান মহিলা থানার আই সি শ্রীমতী বনানী রায় এবং জেলা যুব আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র বর্ধমান উত্তরা বিশ্বাস।
এই উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানারা খাতুন, উপপ্রধান মানিক নন্দী , এ পি এ সুজন ঠাকুর, প্রধান শিক্ষক মাহবুব হাসান , সুমিতা রায়, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ।
সকলকে প্লাস্টিকের ব্যাবহার কম করার ও বন্ধ করার জন্য অনুরোধ জানান হয়।
সকলে মিলে সমগ্র গ্রামের সাফাই অভিযান চালানোর পর স্বচ্ছতার শপথ গ্রহণ করান হয়।
এই কর্মসূচি পুরো অক্টোবর মাসের 1 থেকে 31 পর্যন্ত সমগ্র দেশে চলবে । নেহেরু যুব কেন্দ্র বর্ধমান এর জন্য সকল জনগণ কে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে । কার্যক্রমের শেষে সুজন ঠাকুর, এ .পি.এ. বর্ধমান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *