সঞ্জয় হালদার,
লক্ষীপূজা উপলক্ষে পুরুলিয়ার পাটাতিরি ষোলোআনা কমিটির উদ্যোগে ও বিবেকানন্দ উন্নয়ন সংস্থার পরিচালনায় বস্ত্র ও মাস্ক বিতরণ সভা ও বিরাট করম ঝুমুর ও ছৌ-নিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরাম মাহাতো ও জেলার চেয়ারম্যান হাংসেশ্বর মাহাত,হলধর মাহাত ও অন্যান্য ব্যাক্তি বর্গ।