Spread the love

পুজোয় ৭৮ দিনের বোনাস পাচ্ছেন ১১ লক্ষ রেলকর্মী

মোল্লা শফিকুল ইসলাম দুলাল

বুধবার কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রকের তরফে ১১ লক্ষ রেলকর্মীর জন্য ৭৮ দিনের পুজোর বোনাস ঘোষণা করলো। রেল কর্তৃপক্ষ বলছে – ২০২০-‘২১ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ নন-গেজেটেড কর্মচারী এই বোনাস পাবেন।বুধবার কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ২০১৯-‘২০ অর্থবর্ষে রেলের ১১ লক্ষ ৫৮ হাজার কর্মচারীকে ৭৮ দিনেরই বোনাস দেওয়া হয়েছিল। তার জন্য খরচ হয়েছিল মোট ২ হাজার ৮১ কোটি ৬৮ লক্ষ টাকা। ২০২০ সালে রেল মন্ত্রক সিদ্ধান্ত নেয় প্রতি মাসে সর্বোচ্চ সাত হাজার টাকা হিসেবে ৭৮ দিনে সর্বোচ্চ ১৭ হাজার ৯৫১ টাকা বোনাস হিসেবে দেওয়া হবে। সেই সিদ্ধান্তের কথাই বুধবার ঘোষণা করল কেন্দ্র।সাধারণত প্রতি বছর পুজোর আগে নন-গেজেটেড কর্মচারীদের বোনাস দেয় ভারতীয় রেল। আরপিএফ ও আরপিএসএফ কর্মচারী বাদে বাকিদের এই বোনাস দেওয়া হয়। কত দিনের বোনাস দেওয়া হবে তার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভাকে দেয় রেল মন্ত্রক। তার পরে মন্ত্রিসভার অনুমোদনের পরে বোনাসের ঘোষণা করে থাকে  রেল কর্তৃপক্ষ ।এতে খুশি রেলকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *