খায়রুল আনাম,
বীরভূম : জেলার পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনায় বসে, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের করোনা পরিস্থিতিতে পুজো কী ভাবে পরিচালনা করতে হবে, সে ব্যাপারে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আগেই। সেই নির্দেশ মানা হচ্ছে কী না তা খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী রাত থেকে দিন, জেলার বিভিন্ন প্রান্তে তা সরেজমিনে খতিয়ে দেখলেন। এখনও পর্যন্ত কোথাও কোনও অনিয়ম হয়নি বলে জেলাে পুলিশ সুপার জানিয়েছেন। পুজো মণ্ডপগুলির প্রবেশ ও প্রস্থান পথ, মণ্ডপের ভিতরের ব্যবস্থা সবই খতিয়ে দেখা হয়। মণ্ডপের ভিতরে প্রবেশ না করে, বাইরে থেকে যাতে প্রতিমা দর্শন করা যায়, সেই ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। যারা সিঁদুর খেলায় অংশ নেবেন, তাদের করোনার ২টি ডোজ নেওয়া আছে কী না, তা দেখতে বলা হয়েছে।