সুভাষ মজুমদার

দশ বছর ধরে গবেষণা চলছিল, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের পানাগরে ইউরিয়া তৈরি প্লান্ট করা হয়।অবশেষে পানাগর প্লান্টে তৈরি ইউরিয়া পশ্চিমবঙ্গে প্রথম বাজার জাত করা হলো আজ থেকে।

ইউরিয়া প্রস্তুত করি সংস্থার পক্ষ থেকে তারকেশ্বর মন্দিরে পূজা দিয়ে এবং গোটা তারকেশ্বর জুড়ে রেলি করে আনুষ্ঠানিক ভাবে বাজার জাত করা হয় পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের  বর্ধমান জেলার পানাগরে প্রস্তুত হওয়া ইউরিয়া।

এই ইউরিয়া পশ্চিমবঙ্গ সহ  আরো ছটি রাজ্যে রপ্তানি করা হবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে।

সংস্থার পক্ষ আরো জানানো হয় যে এই প্রথম পূর্ব ভারতে ইউরিয়ার উৎপাদন করা হচ্ছে।এতে করে বাংলার চাষীরা বেশি করে উপকৃত হবেন।

আজ বাবা তারক নাথের পূজা দিয়ে প্রথম ট্রাক বাজারে ছাড়া হয় এবং প্লান্ট থেকে আজ থেকেই ভিবিন্ন রাজ্যে রপ্তানির শুভ সূচনা করা হয়।

Leave a Reply