Spread the love

পাতিয়ালা হাউস কোর্টের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ অভিষেক পত্নী  

মোল্লা জসিমউদ্দিন

গত ৩০ সেপ্টেম্বর দিল্লির নিম্ন আদালত পাতিয়ালা হাউস কোর্টে কয়লা মামলায় অভিষেক পত্নী কে আগামী ১২ সেপ্টেম্বর সশরীর  হাজিরার নির্দেশ জারি করা হয়েছিল।এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ হলেন অভিষেক পত্নী। আবেদনকারীর অভিযোগ, কোনও মহিলাকে অন্য রাজ্যে তলব করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাই পটিয়ালা হাউস কোর্টের দেওয়া সশরীরে হাজিরার নির্দেশ খারিজ করা হোক।৩০ সেপ্টেম্বরের শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রুজিরা। ভার্চুয়াল  থাকলেও, শুনানিতে তিনি কেন সশরীরে আদালতে উপস্থিত নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। এর আগেও দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য রুজিরাকে চিঠি দিয়েছিল ইডি। রুজিরা পাল্টা চিঠিতে জানিয়েছিলেন ‘, করোনা আবহে দুই সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি সফর করা সম্ভব নয়। প্রয়োজন মনে করলে ইডি-র আধিকারিকরা তাঁকে কলকাতার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন’।৩০ তারিখের শুনানিতেও এই প্রসঙ্গ উঠেছিল। রুজিরা আদালতের সামনেও একই কথা জানান। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিচারক ১২ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এবং রুজিরাকে সশরীরে হাজির থাকার নির্দেশ জারি করেন। পটিয়ালা হাউস কোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরার আইনজীবী। খুব তাড়াতাড়ি এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *