Spread the love

সোমনাথ ভট্টাচার্য,

পাকিস্তানের আর্থিক অবস্থা ক্রমশ নিম্নমুখী। গত এক সপ্তাহে তাদের সেন্ট্রাল ব্যাঙ্কের সম্পত্তি কমেছে ০.৬১%। গত ৩ সেপ্টেম্বর সম্পত্তি ছিল ২ হাজার ১৪ কোটি ৫৬ লক্ষ ডলার তা  ১০ সেপ্টেম্বর তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ২ কোটি ২০ লক্ষ ডলারে। অর্থাত্‍ এক সপ্তাহে গচ্ছিত টাকার পরিমাণ কমেছে ১২ কোটি ৩০ লক্ষ ডলার।পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ ভারতের রিজার্ভ ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণের মাত্র তিন শতাংশ। ভারতের রিজার্ভ ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ বর্তমানে  ৬৫ হাজার কোটি ডলার।এক সংবাদমাধ্যম  জানিয়েছে, ধার মেটাতে গিয়েই গচ্ছিত টাকার পরিমাণ কমেছে পাকিস্তানের। এর আগে গত ২৪ অগস্ট ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) পাকিস্তানকে ২৭৫ কোটি ১০ লক্ষ ডলার আর্থিক সাহায্য করে থাকে । এরফলে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল ২ হাজার ১৫ কোটি ডলার। তবে সেই টাকা থেকে ধার মেটাতে হয় ইমরান খান সরকারকে। ফলে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্কে গচ্ছিত টাকার পরিমাণ আরও এক বার কমেছে বলেই জানানো হয়েছে রিপোর্টে। এর ফলে আর্থিক সমস্যায় পড়েছে পাকিস্তান সরকার।এখন দেখার এই পরিস্থিতি আরও নিম্নমুখী হয় কিনা, নাকি সব সামলে নেয় তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *