Spread the love

রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

জুলফিকার আলি,

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নারায়ন পাকুড়িয়া স্টেশনে মেল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল সনজিত সামন্ত নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তির। পাঁশকুড়ার চাঁপাডালি এলাকার বাসিন্দা মৃত ব্যক্তি।
রেল লাইন পারাপার হওয়ার সময় মেল ট্রেনের সামনে আচমকা পড়ে যায়, যাঁর ফলে ট্রেনের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাঁর দেহ। মর্মান্তিক দুর্ঘটনার ফলে দীর্ঘসময় মেদিনীপুর পাঁশকুড়াগামী সমস্ত ট্রেন আটকে পড়ে। স্থানীয় মানুষজনদের অভিযোগ এলাকার প্রত্যেককে রেল লাইনের ওপর দিয়েই পারাপার করতে হয়, এর কোনো বিকল্প পথ নেই। বার বার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফ্লাইওভার বা রেলগেট করেনি, তাঁর কারনেই বারংবার দুর্ঘটনার স্বীকার হয় অনেকেই। যদিও রেললাইনের নিচে যাতায়াতের জন্য রাস্তা রয়েছে, তাও এক কোমরের ওপর জল জমে থাকার কারনে যাতায়াতে বাধা পড়ে, বাধ্য হয়েই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হয়।
স্থানীয় মানুষজন একাধিক এমন দুর্ঘটনার জেরে রেলকর্তৃপক্ষের গফিলতির দিকে আঙ্গুল তুলছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মুফলেশ্বর দত্ত বলেন এমন সমস্যা দীর্ঘদিনের, আমরা ফ্লাইওভারের দাবি জানাচ্ছি, কারন রেল লাইন পারাপারের ভালো ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। যদিও নিচ দিয়ে রাস্তা রয়েছে তা কোমর সমান জল দাঁড়িয়ে, সেকারনে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করছে সকলে তাঁর জেরেই এমন বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *