নুতন উঠতি মডেলদের সুযোগ দিচ্ছে প্লাটফর্ম দ্য মাইক্রোপয়েম
পারিজাত মোল্লা,
ক্রিয়েটিভ ফটোশুটে এক বিশেষ চমক এ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ,অভিনেতা সৌম্যদীপ মুখার্জী , মডেল সঞ্চারি অধ্যা এক আকর্ষনের আমেজে বিশেষ সৌন্দর্য দিয়ে ক্রিয়েটিভ ফটোশুটের অভিনব উদ্যোগে দর্শকেরা দেখবেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ,অভিনেতা সৌম্যদীপ মুখার্জী , মডেল সঞ্চারি অধ্যা কে। প্রসঙ্গত উলেখ্য যে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অভিনেতা সৌম্যদীপ মুখার্জী জী বাংলার জনপ্রিয় জগদ্ধাত্রী সিরিয়াল এর মুখ্য চরিত্রে তথা মুখ্য জুটিতে অভিনয় করছেন এই ক্রিয়েটিভ ফটোশুট যেটি সিগ্রহি দর্শকেরা পুরোপুরি ভাবে দেখতে পারবেন । এই ফটোশুটের কস্টিউম ডিসাইনার হিসাবে রয়েছেন রুদ্র সাহা এই উদ্যোগটিকে প্রডিউস করেছেন কৌস্তভ চট্টোপাধ্যায়।নতুন উঠতি মডেলদের সুযোগ করে দেওয়ার অন্যতম প্লাটফর্ম দ্যা মাইক্রোপয়েম। ২০২২ সাল থেকে পথচলা শুরু করে তা মহীরুহে পরিণত হয়েছে।