Spread the love

নিহত বিজেপি প্রার্থী অভিজিৎ সরকার খুনের মামলায় ১২ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট 

ওয়াসিম বারি,  

বিধানসভার ভোট পরবর্তী হিংসা মামলায় অন্যতম রয়েছে কলকাতার কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা।এই মামলায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই ১২ জন অভিযুক্তদের বাড়িতে ওয়ারেন্ট পৌঁছে দিয়েছে। ঘটনার  সূত্রপাত চলতি বছরের  গত ২ মে। ভোট ফল ঘোষণার পরই  কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন কাঁকুড়গাছিতে উদ্ধার হয় বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের দেহ। দলের ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে অভিজিত্‍-কে।  অভিযোগের তির তৃণমূলের দিকে। গেরুয়াশিবিরের দাবি, শাসকদলের মদতেই তাদের দলের কর্মীকে খুন করেছে দুষ্কৃতীরা। বেধড়ক মারধরের পর, গলায় তার পেচিয়ে মেরে ফেলা হয়েছিল অভিজিত্‍-কে।অভিজিত্‍-র দাদা বিশ্বজিত্‍ যদিও এই মামলায় বরবরাই নারকেলডাঙা থানার বিরুদ্ধে অসহযোগিতা এবং তদন্তের গতিপথ ঘোরানোর দাবি তোলেন। অভিযুক্ত এসআই রত্না সরকারকে গ্রেফতার করার দাবিও তুলেছেন বিশ্বজিত্‍। পাশাপাশি সিবিআই  খুনের কাণ্ডে অভিজিত্‍ সরকারদের বাড়ি গিয়ে তদন্ত করেছে।প্রসঙ্গত,গত শনিবার সিবিআই-র সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নারকেলডাঙা থানার সাব ইন্সপেক্টর রত্না সরকার। এই নিয়ে দ্বিতীয়বার তলব করা হয় তাঁকে।এই খুনের মামলায় ১২ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আদালত। তা অভিযুক্তদের বাড়িতে পৌঁছে দিল সিবিআই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *