আমিরুল ইসলাম,
নিজের জীবন বলিদান দিয়ে সন্তানের জীবন বাঁচালো মা। ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পালিগ্রাম অঞ্চলে। গত মঙ্গলবার গভীররাতের ঘটনা এটি।মঙ্গলকোটের পালিগ্রামে ঘরের দেওয়াল চাপা পড়ে মারা গেল এক গৃহবধূ ,আহত ২ ,এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিগ্রামের ঠান্ডারপাড়ায় গতকাল গভীর রাত্রে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ায় মারা গেলেন এক গৃহবধূ। গৃহবধূ নাম রাখি থান্ডার (৩৫)। তার সঙ্গে ছিলেন তার স্বামী সুপল ঠান্ডার ব ও ছেলে তন্ময় থান্ডার বয়স । স্বামী ও ছেলে গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ, স্থানীয় মানুষজন ও পুলিশের সহযোগিতায় আহত দুই ব্যক্তিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মঙ্গলকোট ব্লক হসপিটালে ।সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মঙ্গলকোট থানার পুলিশ। এরপর পোসমাডামের জন্য তাকে পাঠানো হয়েছে কাটোয়া হসপিটালে।এই ঘটনায় পালিগ্রাম অঞ্চলে শোকের ছায়া।পঞ্চায়েত সদস্য মহাদেব পাল জানান,’ পঞ্চায়েত প্রধান ও ব্লক অফিসে বিষয়টি আমি জানিয়েছি। আমাদের বিধায়ক অপূর্ব চৌধুরীকেও বিষয়টি জানিয়েছি। খুব দরিদ্র পরিবার যাতে এই পরিবারটি আর্থিক সাহায্য পায় সেদিকে নজর রয়েছে’।এই দুতালা মাটির বাড়িতে মোট আট ব্যক্তি রাত্রে শুয়ে ছিল।মাটির বাড়ি হওয়ায় প্রচন্ড বর্ষার কারণে এই বাড়িটি ভেঙে পড়েছে।প্রতক্ষ্যদর্শীদের দাবি, দেওয়াল চাপা পড়ার সময় নিজের সন্তান তন্ময় কে আঁকড়ে রেখে প্রাণ বাচিঁয়ে মারা যায় রাখি থান্ডার।