Spread the love

সাধন মন্ডল,

সারেঙ্গা থানার সিভিক পুলিশের সহায়তায় বাড়ি থেকে নিখোঁজ হওয়া বিশ্বজিৎ অাহির (৪২) ১৮ দিন পর তার পরিবারের সাথে মিলিত হতে পারল। উল্লেখ্য বিশ্বজিৎ আহির (42) গ্রাম শীতলপুর, ডাকঘর পাথরপাড়া, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুর এর বাসিন্দা। গত 7 ই আগস্ট বাড়ি থেকে নিখোঁজ হন (বিশ্বজিৎ কিছুটা মানসিক বিকারগ্রস্থ) পরিবারের লোক তারপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি বিভিন্ন জায়গায় তারা ছবি দিয়ে প্রচার চালিয়েছিলেন এবং গোয়ালতোড় থানায় 10 ই আগস্ট নিখোঁজ ডায়েরি করেন । আজ সারেঙ্গা থানার চিলতোড় মোড়ের কাছে সিভিক ভলেন্টিয়ার সুমন্ত মাণ্ডী ও সঞ্জয় মান্ডী ডিউটি করার সময় অন্যমনস্ক বিশ্বজিৎ আহির কে দেখতে পান এবং এদের কাছে খাবার খেতে চাইলে তারা বিস্কুট ও মুড়ি কিনে দেন এবং বাস যাত্রী প্রতীক্ষালয়ে বসিয়ে রেখে থানায় খবর দেন ও তার পরিবারে খবর দেন পরিবারের লোকজন এসে বলেন এই ব্যক্তি তাদের হারিয়ে যাওয়া বিশ্বজিৎ আহি ইতিমধ্যেই সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছাল সারেঙ্গা থানা পুলিশের সহায়তায় বিশ্বজিৎ আহিরের ভাইপো বিপ্লব আহির তার কাকাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন যে দুজন সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় বিশ্বজিৎ বাবু তার পরিবারের সাথে মিলিত হতে পারল তাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আজকের দিনে যেখানে মানবিকতা তলানিতে ঠেকেছে সেখানে এই দুইজন সিভিক ভলেন্টিয়ারের এই কর্তব্যে ও মানবিকতায় আমি অত্যন্ত খুশি। বাঁকুড়া জেলা পুলিশের সাথে সারেঙ্গা থানা পুলিশ অত্যন্ত গর্বিত। আজকে তাদের বিচক্ষণতায় এই অসহায় মানুষটি তাঁর সন্তান ও পরিবারের কাছে ফিরে যেতে পারল। আমি ও আমরা গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *