Spread the love

 নারদা মামলায় শোভন  – মদন – ফিরহাদের শর্তসাপেক্ষে জামিন 

মোল্লা জসিমউদ্দিন টিপু
মঙ্গলবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে উঠেছিল নারদা মামলাটি।এদিন নারদ মামলায়  অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও বাড়ল রাজ্যের তিন রাজনৈতিক নেতার। আজ, আদালতে হাজিরা দিয়ে  শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় । মঙ্গলবার ব্যাংকশাল  আদালতে শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী  বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। নারদ মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৮ জানুয়ারি।গত  ১৭  মে  নারদ মামলায় তৃণমূলের তিন বিধায়ক ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। ওইদিন চারজন গ্রেপ্তার হওয়ার পরই নিজাম প্যালেসে গিয়েছিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা ছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সিবিআই দপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন চলে। এর ফলে  বাড়তি বাহিনী মোতায়েন করতে হয়েছিল । সিবিআইয়ের  অভিযোগ, শাসক দলের  নেতাদের গ্রেপ্তারির প্রতিবাদে চাপ তৈরি করছে তৃণমূল । সিবিআই  আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে  মামলা চলে । সেসব জট কাটিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন চার নেতা, মন্ত্রী।এর মধ্যে  মারা যান   রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।এর ফলে এই মুহূর্তে নারদ মামলার মূল অভিযুক্ত হিসেবে রয়েছেন তিন জন। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে  ব্যাঙ্কশাল আদালতে এদিন।শুনানি চলে। এদিন প্রত্যেককে ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড এবং দেশের বাইরে না বেরনোর শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে। পাশাপাশি এই তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। তবে আজ আদালতে হাজিরা দেননি এই মামলায় আরেক অভিযুক্ত  প্রাক্তন পুলিশকর্তা এসএমএইচ মির্জা। এ নিয়ে প্রশ্ন তুলেছেন ইডির আইনজীবী। আগামী ২৮ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *