ধৃত কসবার ত্রাস সোনা পাপ্পু
জ্যোতিপ্রকাশ মুখার্জি, ,
অবশেষে কলকাতা পুলিশের বেড়াজালে কসবার ত্রাস বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু।কসবা এলাকায় ‘ত্রাস’ হয়ে উঠেছিল গ্যাংস্টার সোনা পাপ্পু। তবে এবার আড়ালে থেকেও শেষরক্ষা হল না। গত বৃহস্পতিবার গভীর রাতে কসবা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় সোনা পাপ্পু। আজ তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।পুলিশ সূত্রে প্রকাশ, গত বৃহস্পতিবার রাত ১২.৪৫ নাগাদ বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়া থেকে ধরা হয় সোনা পাপ্পুকে। এখানকার সপ্তপদী আবাসনের একটি ফ্ল্যাটে সে গা ঢাকা দিয়ে বসেছিল। পুলিশ তল্লাশি চালিয়ে তাকে একেবারে হাতেনাতে গ্রেপ্তার করে থাকে । বছর চল্লিশের বিশ্বজিত্ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে কলকাতার বিভিন্ন থানায়। একাধিক অপরাধ কাজের সঙ্গে সে জড়িত দীর্ঘদিন ধরে। তবে প্রতিবারই দুষ্কর্মের পর পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সে। এবার আর তা সম্ভব হল না।গত মাসে কসবা এলাকায় প্রকাশ্য রাস্তাতেই বন্দুক হাতে দাপাতে দেখা গিয়েছিল তাকে। সংঘর্ষে জড়িয়েছিল এলাকার দুই কুখ্যাত দুই গ্যাংস্টার। বিপরীত গ্যাংয়ের মূল পাণ্ডা মুন্না পাণ্ডের উপর হামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। প্রেসিডেন্সি জেল থেকে বেরনোর সময় মুন্নাকে আক্রমণ করা হয়। সেসব ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ১২০ বি এবং অস্ত্র আইনের দুটি ধারায় মামলা দায়ের হয়েছে। এবার পুলিশ তাকে গ্রেপ্তার করে থাকে।