Spread the love

দেশে চিকিৎসায় বিপ্লব –  ‘ একই লিভারের দুবার সফল প্রতিস্থাপন’

আমিরুল ইসলাম বাপি,

, বিদেশি ডাক্তারদের থেকে কোন অংশে কম নন আমাদের দেশের ডাক্তারবাবুরা।হ্যাঁ, অতি জটিল অস্ত্রোপচারে নজির গড়লেন দিল্লির ডাক্তারবাবুরা।একই অঙ্গের দ্বিতীয়বার প্রতিস্থাপনও সফল হয়েছে। । দিল্লিতে ৫৪ বছরের এক রোগীর লিভার অকেজো হয়ে পড়েছিল। প্রতিস্থাপন করাই মনোস্থির করেছিলেন ডাক্তাররা। সেন্টার ফর লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চিকিত্‍সকরা ওই রোগীর লিভার প্রতিস্থাপনের সার্জারির জন্য মেডিক্যাল টিম তৈরি করেন। অঙ্গ প্রতিস্থাপন এমনতেই ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া। ডোনর বা দাতার শরীর থেকে নেওয়া অঙ্গ গ্রহীতার শরীরে ঠিকমতো কার্যকরী না হলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। তাছাড়া যে রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হচ্ছে তাঁর নানারকম রোগ থাকলে ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া সফল হয় না। এক্ষেত্রে লিভার প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারে দিল্লির ডাক্তাররা একটা চ্যালেঞ্জ নেন। রোগীর শরীরে যে লিভার বসানো হয় সেটি আগেও একবার প্রতিস্থাপিত করা হয়েছে। অর্থাত্‍ একই অঙ্গের পুনর্ব্যবহার করেন ডাক্তাররা। এমন অস্ত্রোপচার আগে কখনও হয়নি। সেন্টার ফর লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের ডিরেক্টর ডাঃ সুভাষ গুপ্ত বলেছেন, গত ২১ সেপ্টেম্বর গুরগাঁওয়ের এক রোগীর পথ দুর্ঘটনার পরে ব্রেন ডেথ হয়ে যায়। সেই রোগীর পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। পরের দিন ২২ সেপ্টেম্বর ওই রোগীর লিভার প্রতিস্থাপন করা হয় ৫৩ বছরের এক রোগীর শরীরে। সেই অস্ত্রোপচার সফল হয়। রোগীও প্রতিস্থাপিত লিভার নিয়ে দিব্যি ভাল ছিলেন। কিন্তু তাঁরও পথ দুর্ঘটনায় পরে ব্রেন ডেথ হয়ে যায়। সেটা ৫ অক্টোবর। এই রোগীর পরিবারও অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। ডাক্তাররা দেখেন প্রতিস্থাপিত লিভার সচল ও সক্রিয় আছে। তাঁরা সেটি পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেন। এই লিভারই নিয়ে আসা হয় দিল্লিতে। এখন সেটি ফের প্রতিস্থাপন করা হয়েছে। ডাক্তাররা বলছেন, ২১ জন রোগী অপেক্ষা করছেন। তাঁদের শরীরেও ব্রেন ডেথ হয়ে যাওয়া  রোগীর লিভারের অংশ পুনর্ব্যবহার করা হবে। আরও অনেকের প্রাণ বাঁচবে। এই সফল অতি জটিল অস্ত্রোপচার দেশে চিকিৎসায় নুতন বিপ্লব এনে দিলো তা নিসন্দেহে বলা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *