Spread the love

দুস্থ ও অসহায়দের আইনী লড়াইয়ে পাশে থাকবে ‘ কুমুদ সাহিত্য মেলা কমিটি’

আপনারা ইতিমধ্যেই অবগত যে, ‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’ এক ট্রাস্ট হিসাবে গঠন হয়েছে। অর্থাৎ স্বীকৃত সংগঠন হিসাবে আমাদের অনেককিছু করার পথ রয়েছে। প্রয়াত বাবা মোল্লা নুরুল হোদা টানা ৩০ বছর বিচারক হিসেবে থাকায় আদালত কে খুব কাছ থেকে দেখেছি। সেইসাথে হাইকোর্ট সংবাদদাতা হিসাবে কর্মরত হওয়ায় আইনের গভীরতা বুঝেছি।অনেক অসহায় ও দুস্থ মানুষ আইনী লড়াইয়ে হারিয়ে যান।তাই সেইসব মানুষদের পাশে দাঁড়াতে এক প্লাটফর্ম গড়ছি।ইতিমধ্যেই পঞ্চাশের বেশি আইনজীবী মানবিকভাবে এই লড়াইয়ে থাকার সহমত পোষণ করেছেন। আমরা মহকুমা, জেলা, রাজ্যের আইনী পরিষেবা কেন্দ্রের কাছে এইসব মানুষদের আর্জি যেমন পৌঁছাতে চায়।ঠিক তেমনি ভারত সেবাশ্রম সংঘের অবসরপ্রাপ্ত বিচারকদের আইনী পরামর্শ কেন্দ্রের কাছেও যেতে চায়।তাছাড়া পঞ্চাশের বেশি আইনজীবীরাও বিনামূল্যে সত্যিকারের অসহায় ও দুস্থ মানুষদের কাছে পৌঁছাতে চান।

আশা রাখি মিডিয়ার দাদা, ভাই, বন্ধুরদের অবশ্যই এই মানবতার লড়াইয়ে পাশে পাবো।

মোল্লা জসিমউদ্দিন টিপু
সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *