Spread the love

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ বৈঠক এবং সচেতনতার বার্তা খয়রাশোল থানায়

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- দিন কয়েক পরেই অনুষ্ঠিত হবে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব-আনন্দোৎসব- দুর্গোৎসব।সেক্ষেত্রে আপনার আনন্দ অপরের নিরানন্দের কারন যেন না হয় তা সকলের কাছেই লক্ষনীয়।আর সেইসমস্ত কথা আলাপ আলোচনা করার লক্ষ্যে সোমবার জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে পুলিশ প্রশাসন,স্থানীয় থানা এলাকার দুর্গাপূজা কমিটির উদ্যোক্তা সহ বিশিষ্টজনদের সান্নিধ্যে বৈঠক হয়। এদিন মূলতঃ আলোচনা হিসেবে উঠে আসে দুর্গাপূজা ঘিরে প্যান্ডেল,পুজার অনুমতি,অগ্নিনির্বাপক ব্যাবস্থা, ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার রাস্তা,শান্তি শৃঙ্খলা বজায় রাখা,পুলিশ প্রসাশনের সঙ্গে সহযোগিতা ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়।সাথে সাথে ভূয়ো ফোন,গাড়ি বা জমি কেনাবেচা, আধার কার্ড ইত্যাদি সংক্রান্ত বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয় বৈঠক থেকে।এছাড়াও সরকারি নিয়মকানুনকে মান্যতা দেওয়া,কোনোরকম অসুবিধা বা আশঙ্কাজনক পরিস্থিতির খবর থাকলে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা।প্রতি মন্ডপে সিভিক ভলান্টিয়ার থাকছে,সাথে পুলিশের গাড়ি রাউন্ড মারবে।এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে সকলে মিলেমিশে আনন্দ উপভোগ করুন সেটাই কাম্য বলে বক্তব্যের মাধ্যমে আশা ব্যাক্ত করেন এবং উপস্থিত সকলেই এবিষয়ে আশ্বস্ত করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মন্ডল,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, খয়রাশোল বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সঞ্জীব কুমার পাল,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর এবং দুর্গা পুজো কমিটির সদস্য সহ বহু বিশিষ্টজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *