Spread the love

দুর্গাপুর হাসপাতালে ইনজেকশনে অসুস্থ  ১৫ শিশু 

, ২৪ সেপ্টেম্বর ;ভুল ইনজেকশন দেওয়ায় অভিযোগ দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক দের বিরুদ্ধে। অসুস্থ দশের বেশি শিশু। ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লো শিশুরা, এমনই অভিযোগে উত্তপ্ত দূর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগ সহ হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছলো নিউ টাউনশিপ থানার পুলিশ।  পুলিশকে ঘিরে ধরে কার্যত ক্ষোভে ফেটে পড়লো শিশুর পরিবার পরিজনরা। আতঙ্কে শিশুর পরিবাররা হাসপাতাল সুপার ও কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয়।অভিযোগ, শুক্রবার সকাল থেকে দূর্গাপুর মহকুমা হাসপাতালের শিশু বিভাগের শিশুদের ইনজেকশন দেওয়া শুরু হয়, বিকেলেও একই ইনজেকশন দেওয়া শিশুরাই অসুস্থ হয়ে পরে। এরপরই পরিস্থিতি আরো বিগড়ে যায়। দূর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল জানান –  আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। প্রায় ১৫ জন শিশু অসুস্থ হয়েছে। চিকিৎসা চলছে। হাসপাতালে শিশু নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দেয় পরিবারের লোকজনেরা। দ্বিতীয় তলায় শিশু বিভাগ থেকে নিয়ে যাওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ।ঘটনা ঘিরে চাঞ্চল্য রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *