Spread the love

আন্তরিক সাহিত্য পত্রিকা আয়োজিত দুর্গাপুর কবিতা উৎসব ও কবি সম্মেলন ২০২১~

দুর্গাপুরের আন্তরিক সাহিত্য পত্রিকা আয়োজন করলে দুর্গাপুর কবিতা উৎসব ও কবি সম্মেলন ২০২১। সারাদিন ব্যাপী এই উৎসবে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্হিত ছিলেন । অনুষ্ঠান মঞ্চ থেকে আন্তরিক সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও আজকের যোধনের উৎসব সংখ্যাটি প্রকাশিত হয় । পত্রিকা প্রকাশ , বক্তব্য , কবিতা পাঠ ,আবৃত্তি ,সংগীত ,নৃত্য ও শ্রুতি নাটক ছিলো আজকের অনুষ্ঠানের ডালিতে।

অনুষ্ঠানে উজ্জ্বল উপস্হিতির মাধ্যমে অতিথি আসন অলঙ্কৃত করেছিলেন পশ্চিম বর্ধমানের প্রবীণ কবি সুশীল নাগ , ডেপুটি মেয়র অনিন্নিতা চক্রবর্তী , সাহিত্যিক কালীপ্রসাদ দও ,মোহিত গাঙ্গুলী ,রণজিৎ গুহ , ডঃ বাসুদেব হাজরা ,বাসুদেব মন্ডল ,ঝর্ণা মুখোপাধ্যায় , বিকাশ দাস , দীপক পান্ডা , সুনীতি গাঁতাইত ,অর্চনা সিংহরায় ,শিবদাস রুদ্র ,রামরঞ্জন ঘোষাল , কাকলি রায় ,কৌশিক চ্যাটার্জ্জী ,তরুণ সাহা ,সাংবাদিক দীপক পান্ডা ,তরুণ ব্যানার্জ্জী ,পঙ্কজ সিবাসতব প্রমুখ সমেত প্রায় ৭০ জন কবি , সাহিত্যিক ও শিল্পী বৃন্দ । অনুষ্ঠান মঞ্চ থেকে স্বর্গীয় কবি বেলা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করা হয় । সভাগৃহে উপস্হিত প্রতিটি মানুষ এক অসাধারণ মন মুগ্ধকর অনুষ্ঠান ভোগ করেন । অনুষ্ঠান মঞ্চ থেকে ৭০ জন কবি , সাহিত্যিক, শিল্পী , সাংবাদিক ও সমাজসেবকদের উওরীয় ,ব্যাচ , ফুল , মানপত্র , স্মারক ,বই দিয়ে সম্মানিত করা হয় । সম্পাদিকা অন্তরা সিংহরায় বলেন , “ আন্তরিক সমাজ সেবামূলক একটি সংস্হা , আমরা চেষ্টা করছি সাহিত্য ও সংস্কৃতি প্রমী মানুষেরা অনুপ্রাণিত হোক । সুস্হ সাহিত্য ও সংস্কৃতি চর্চা করার পরিবেশ গড়ে উঠুক বাংলা ব্যাপী। আজকের অনুষ্ঠানের সফলতা প্রমাণ করে আমরা অনেকটাই সফল । ভবিষ্যতে এরকম অনেক কর্মসূচী গ্রহণ করবে আন্তরিক সাহিত্য পরিবার । ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *