Spread the love

ত্রিপুরায় তৃণমূল নিয়ে চোরা আতঙ্কে বিজেপি? 
ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,  
তিনমাস আগে ত্রিপুরায় রাজ্য রাজনীতিতে বিজেপি ছিল এক এবং অদ্বিতীয়। তবে মাসখানেকের ব্যবধানে ত্রিপুরার রাজনৈতিক বলয় পরিবর্তন ঘটছে।যেভাবে তৃণমূল কংগ্রেস অত্যন্ত সিরিয়াস ভাবে ত্রিপুরার মাটিতে রাজনৈতিক জমি খুঁজছে, তাতে বিচলিত বিজেপি। ইতিমধ্যেই ত্রিপুরা বিজেপিতে দল ভাঙ্গার আতঙ্ক দেখা দিচ্ছে।অচেনা নাম্বারের ফোন এড়ানোর পরামর্শ রাজ্য বিজেপির। তৃনমূল গত তিনমাসে ধারাবাহিক কর্মসূচি পালনে সক্রিয়। সর্বপরি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেবের তৃণমূলে যোগদান বাড়তি উদ্দীপনা তৈরি করেছে তৃণমূলের অন্দরমহলের। প্রতিদিনই চলছে তৃনমূলের যোগদান পর্ব।বিজেপির আইটি সেলের তরফে জানানো হয়েছে – অচেনা নাম্বার থেকে রাজনৈতিক প্রশ্ন করা হলে তা যেন এড়িয়ে যাওয়া হয়। এই বিষয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচার কর্মসূচি চালাচ্ছে বিজেপি। প্রসঙ্গত, ত্রিপুরার মাটিতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিম নামাতেই চাঞ্চল্য পড়ে যায়। স্থানীয় থানার পুলিশ এই টিমের ২৩ জন সদস্যদের হোটেলবন্দি করে রাখে। পরে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। বিজেপির অভিযোগ,  এই টিমের সদস্যরা ত্রিপুরার মাটিতে গ্রাউন্ড সার্ভে করছে।ত্রিপুরার মন বুঝতে চাইছে।সেইজন্য অচেনা নাম্বার থেকে বিজেপি নেতা কর্মীদের ফোন করা হচ্ছে।তার কলরেকর্ড রয়েছে তাদের কাছে বলে দাবি বিজেপির। যদিও তৃনমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *