Spread the love

তৃতীয় ঢেউয়ের মধ্যেই সর্বনিম্ন কেস দেশে

সেখ নিজাম আলম
মারণ ভাইরাস করোনার থাবায় ৪ লক্ষ ৩৬ হাজার মত ব্যক্তি মারা গেছেন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞদের হুশিয়ারি আগামী অক্টোবর মাসে করোনার বাড়বাড়ন্ত ঘটবে বেশি।ঠিক এইরকম পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর মধ্যে সর্বনিম্ন কেস দেখা গেল দেশে।যা রীতিমতো নজিরবিহীন। গত মার্চ মাস থেকে এখনও অবধি এই হার সর্বনিম্ন বলা যায় শতকরা ১ % এর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে – গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শতকরা বিচারে ১% এর কম।গত একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন।সারা দেশে করোনা রোগী রয়েছে ৩ লক্ষ ১২ হাজার মত।ইতিমধ্যেই দেশে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন ভ্যাক্সিন নিয়েছেন। পশ্চিমবাংলায় আবার ১ কোটি মানুষ করোনার দুটি ভ্যাক্সিন নিয়েছেন। যা স্বাস্থ্যকর্মীদের লাগাদার সাফল্যের ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *