তৃণমূল প্রার্থীকে নিয়ে মেমারি পৌর এলাকায় প্রচার
সেখ সামসুদ্দিন, ১৭ এপ্রিলঃ তীব্র তাপপ্রবাহের মধ্যে মেমারি পৌরসভা এলাকায় পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে প্রচার। মেমারি শহরের ১২ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৮, ৭, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের পাড়ায় পাড়ায় প্রার্থীকে নিয়ে প্রচার কর্মসূচি করা হয়। পথ মধ্যে সোমেশ্বর তলায় মন্দিরে, জোয়ানপুরে রামনবমী উপলক্ষে হনুমান মন্দিরে, রক্ষ্মাকালী মন্দির সহ অন্যান্য ওয়ার্ডে ধর্মীয় স্থান গুলিতে পুজো বা প্রার্থনা করেন। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর তাপস পাঁজা, সেখ ইউসুফ, রত্না দাস, সোনালী বাগ, বাপি ব্যানার্জী, বিলকিস বেগম, কাশ্মীরা খাতুন, রণজিৎ বাগ সহ ওয়ার্ডের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। প্রার্থী তাপপ্রবাহ পরিস্থিতিতে সকলকে যতটা সম্ভব কম রোদে বের হতে বলেন এবং বের হলেও যথেষ্ট প্রোটেকশন নিয়ে বের হতে বলেন। তবে মানুষের ভালবাসায় তার ঘুরতে কষ্ট তো হচ্ছে না, বরং খুব ভাল লাগছে মানুষের আশীর্বাদ পেয়ে বলে জানান। তিনি চড়া রোদেও হাসি মুখে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সারাদিন ওয়ার্ডে প্রচারের পর বিকালে মেমারি শহরে একটি মিছিল করবেন বলে জানান।