খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতিতে বৃক্ষ রোপণ ও বৃক্ষ প্রদানের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের ছেলে রকির জন্মদিন উৎযাপন হল ৷
জুলফিকার আলি , তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ছেলে মেয়েরা বন্ধুকে নিয়ে গড়লো নতুন নজির।তাদের বন্ধু একাধারে বিশিষ্ট সমাজসেবী, অভিনেতা, নির্দেশক ও একাধিক পদে কর্মরত বন্ধু সেখ আমেদুল্লা ওরফে রকি। রকির জন্মদিনে কেক কাটার সঙ্গে বৃক্ষরোপণ ও সাধারণ মানুষদের বৃক্ষ প্রদাণ ও সেই গাছগুলি যত্নের জন্য কিছু আর্থিক তাদের হাতে তুলে দিয়ে জন্মদিন পালিত হয়। রকি যাদের হাতে গাছের চারাগুলো তুলে দিয়েছে প্রত্যেকেই সঠিক পরিচর্যা নেওয়ার অনুরোধ জানিয়ে ৷ এমনি রকি বলেন শুধু গাছ লাগালে হবে না সেই গাছগুলি সঠিক পরিচর্যাও নিতে হবে ৷ সবাইকে নিয়ে সবুজ গড়ার লক্ষ্যে আজও আপ্রাণ চেষ্টা করে চলেছে রকি ৷ গত লকডাউন ও বন্যা পরিস্থিতিতে বাড়িতে বাড়িতে গিয়ে মাস্ক , সাবান , স্যানিটাইজার ও বিভিন্ন খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে ৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত জয়,মুজাফর,আক্রম,বিনয়,মুস্তাকিম,শুভঙ্কর ও আরো বন্ধুরা জানাই তার বন্ধু রকি ভাই বিভিন্ন সমাজ মূলক কাজ করে থেকে ৷ ফোন বেজে উঠলেই খাওয়ার থালা ছেড়ে ছুটে যায় অসহায় পরিবারের পাশে ৷ আর সেই অসহায় ও সমাজের বহু মানুষের অনুপ্রেরণা নিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করে। এ ও জানাই যে তাদের বন্ধু একদিন বটবৃক্ষের মতো বড়ো হোক তার ছত্রছায়ায় বিপদের সময়ে আশ্রয়ই পাক অসংখ্য মানুষজন। তবে রকি নিজেকে সমাজসেবী বলে পরিচয় দেয় না একজন সমাজকর্মীর পরিচয় নিয়ে এগিয়ে চলেছে ৷ সমাজের কাজ করা রকি এক স্বপ্নের ফেরিওয়ালা ৷