Spread the love

সাধন মন্ডল,

জাল শংসাপত্রের প্রতিবাদে এবার আদিবাসী সংগঠন। জাল সিবিআই অফিসার, জাল ডিএসপি সহ নানান বিভাগে জালের ছড়াছড়ি এবার আদিবাসী দের জন্য নির্দিষ্ট তপশিলি উপজাতি শংসাপত্র জাল করে অ আদিবাসীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের সংরক্ষিত আসন গুলি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া শাখার সদস্যদের। অ আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসীদের জন্য নির্ধারিত তপশিলি উপজাতি শংসাপত্র পেয়ে যাচ্ছেন এই জাল শংসাপত্র পাওয়ার প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে ও ভারত জাকাত মাঝি পারগানা মহলের যুব সংগঠনের সারেঙ্গা ব্লক শাখার সহযোগিতায় আজ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হল। সংগঠনের সদস্যরা মিছিল করে সারেঙ্গা বিডিও অফিসে উপস্থিত হয়ে তাদের দাবি পত্র বিডিও র হাতে তুলে দেন। সংগঠনের সদস্য তথা বাঁকুড়া জেলা শাখার সহ-সম্পাদক নিবারণ কিস্কু বলেন দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি তার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক, মহকুমা শাসক থেকে আরম্ভ করে প্রশাসনিক সমস্ত জায়গায় আমরা প্রতিবাদ পত্র জমা দিচ্ছি আজ সারেঙ্গা ব্লকের বিডিওর কাছে আমরা তা জমা দিলাম। অ অাদিবাসি রা আদিবাসীদের জাতিগত শংসাপত্র নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের সংরক্ষিত আসন দখল করে নিচ্ছে যা অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পথে নেমেছে। অবিলম্বে এর প্রতিকার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন বলে হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্যরা। ভারত জাকাত মাঝি পারগানা মহল এর যুব শাখার সারেঙ্গা ব্লক সম্পাদক মার্শাল মূর্মু বলেন আমরা এই জাল শংসাপত্র যারা তৈরি করে দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছি এবং বিডিও সাহেব কে বলেছি জাতিগত শংসাপত্র তৈরীর ক্ষেত্রে সঠিক তদন্ত করে যেন তা করা হয়। উনি আশ্বাস দিয়েছেন সারেঙ্গা ব্লকের জাতিগত শংসাপত্র সঠিকভাবে বিবেচনা করে দেওয়া হচ্ছে ও আগামীদিনে তা বহাল থাকবে। এব্যাপারে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম বলেন উনাদের দাবিপত্র জমা নিয়েছি যেগুলো আমাদের এখান থেকে সমাধান করা সম্ভব সেগুলো আমরা সমাধান করব যা আমাদের পক্ষে সম্ভব নয় তা সংশ্লিষ্ট বিভাগের পাঠিয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *