Spread the love

টাকি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে শিল্পকলা প্রদর্শনী

পারিজাত মোল্লা ,

ক্ষুদে পড়ুয়াদের নিজস্ব হাতে গড়া শিল্পকলা প্রদর্শনী হলো শিয়ালদহ সংলগ্ন টাকি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।চলতি সপ্তাহে শতাধিক অভিভাবকদের উপস্থিতিতে স্কুলের ভেতর এই সাংস্কৃতিক সমাবেশ টি ঘটে। উপস্থিত ছিলেন ১৭ নং সার্কেল এর অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী সমীর মজুমদার, টাকি বয়েজ স্কুলের এর প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী পরেশ কুমার নন্দা সর্বপরি টাকি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত সহ অন্যান্য শিক্ষিকারা। রঙের পেন্সিল দিয়ে ছবি আঁকা থেকে বিভিন্ন কবিতা পাঠ।পরিবেশ সচেতনতায় নানান কাটআউট ছিল ক্ষুদে পড়ুয়াদের হাতে।শৈশবের সুপ্ত প্রতিভা কে বিকশিত করা এবং পড়ুয়াদের গতানুগতিক পড়াশোনার বাইরে এক মিলনস্থল গড়ে তোলার জন্য টাকি প্রাথমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ কে সাধুবাদ জানিয়েছেন ১৭ নং সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয়। এই প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানিয়েছেন -” এহেন শিল্পকলা প্রদর্শনীতে ক্ষুদে পড়ুয়াদের বিভিন্ন বিষয়ে আগ্রহ কে বহুগুণ বাড়িয়ে তোলে”। জানা গেছে পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশে নানান কর্মসূচি পালন করে আসে এই স্কুল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *