Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ১১ সেপ্টেম্বর, ২০২১। গত ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ান ফটো এণ্ড কালচারাল লাভার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হল এ আয়োজন করেছিলেন ৮ম জুয়েল অফ বেঙ্গল এওয়ার্ড। আয়োজক সংস্থা শিক্ষক দিবস কে মাথায় রেখে এবং আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর ১৩৩ তম জন্মদিবস কে স্মরনীয় করে রাখতে উপস্থিত কলাকুশলীরা পুষ্পস্তবক দিয়ে এই মহান রাষ্ট্রপতির প্রতি শ্ৰদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠান প্রদীপপ্রজ্জ্বলন এর মাধ্যমে শুভ সূচনা করেন নগেন্দ্র মিশন এর প্রতিষ্ঠাতা প্রফেসর মনোরঞ্জন ঘোষ। এ দিনের অনুষ্ঠানে রাখি ভট্টাচার্য, নিউজ স্টারডম এর মুখ্য সম্পাদক গোপাল দেবনাথ, সমাজসেবী অরুন কুমার রাজ, অলোক দত্ত, উৎপল হালদার, হাজী মোহাম্মদ আলতাফউদ্দিন মন্ডল, কবি মিলন বসু, ফটিক ভাণ্ডারী, সংগীতশিল্পী কৃষ্ণবন্ধু ধর, বাসুদেব চক্রবর্তী, রঞ্জিত বিশ্বাস, বিশ্বনাথ সাউ এবং কবি সঞ্জীব চক্রবর্তী কে জুয়েল অফ বেঙ্গল এওয়ার্ড প্রদান করে সম্মানিত করা হয়। আইনজীবী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক প্রদীপ বড়াল কে লিজেন্ড অফ কলকাতা সম্মানে সম্মানিত করা হয়। এই সন্মান প্রদান অনুষ্ঠানে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা। যে সকল শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি, কবিতা পাঠ করেন তারা হলেন ধ্রুবক সঙ্গীত মিউজিক ব্যান্ডের ধ্রুব, সুমন এবং সুকান্ত। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রাখি ভট্টাচার্য। উৎপল হালদার এবং অলোক দত্ত আবৃত্তি এবং কবিতা পাঠ করেন। সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণবন্ধু ধর। এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করেন বিজয় শেঠ, প্রদীপ বড়াল এবং ডলি শেঠ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিজয় শেঠ। সমগ্ৰ অনুষ্ঠানটি রাজ্য সরকারের করোনা অতিমারী বিধি মেনে আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *