Spread the love

জিএসটি আদায় বাড়লো কেন্দ্রের, ১ লক্ষ কোটির বেশি আয়

সেখ সামসুদ্দিন ,


চলতি বছরে সেপ্টেম্বর অবধি সারা দেশে জিএসটি আদায় হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১০ কোটি টাকা।গতবছরের তুলনায় ২৩% বেশি।তার মধ্যে সেন্ট্রাল জিএসটি-র পরিমাণ ২০ হাজার ৫৭৮ কোটি টাকা, রাজ্য জিএসটি-র পরিমাণ ২৬ হাজার ৭৬৭ কোটি টাকা এবং ইন্টিগ্রেটেড জিএসটির পরিমাণ ৮৭৫৪ কোটি টাকা। যে পাঁচটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি জিএসটি আদায় হয়েছে, তার শীর্ষে আছে সিকিম। তারপরে আছে লাদাখ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, দাদরা ও নগর হাভেলি। সবচেয়ে কম জিএসটি আদায় হয়েছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তার মধ্যে আছে দমন ও দিউ, লাক্ষাদ্বীপ, বিহার, মণিপুর এবং ত্রিপুরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মাসিক জিএসটি সংগ্রহ বেড়েছে পাঁচ শতাংশ। কেন্দ্রীয় সরকারের মতে, এর ফলে প্রমাণিত হয়, অর্থনীতির বিকাশ শুরু হয়েছে। এরই মধ্যে জানা যায়, শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে তিন বছরের মধ্যে সর্বোচ্চ হারে। তার সঙ্গে সঙ্গতি রেখে এদিন দেশেও রেকর্ড স্পর্শ করেছে পেট্রল ও ডিজেলের দাম। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়েছে লিটার পিছু ২৫ পয়সা। এক লিটার পেট্রলের দাম ১০১ টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০১ টাকা ৮৯ পয়সা। রাজধানীতে ডিজেলের দাম লিটার পিছু ৩০ পয়সা বেড়েছে। তার দাম প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯০ টাকা ১৭ পয়সা। মুম্বইতে এদিন এক লিটার পেট্রলের দাম ১০৭ টাকা ৯৫ পয়সা। এক লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৮৪ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রলের দাম ১০২ টাকা ৪৭ পয়সা। এক লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ২৭ পয়সা। চেন্নাইতে এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫৮ পয়সা। এক লিটার ডিজেলের দাম ৯৪ টাকা ৭৪ পয়সা। ইন্ডিয়ান ওয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তৈল শোধনাগার দু’টি বিষয়ের ওপরে নজর রেখে রোজ তেলের দাম সংশোধন করে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপরে নজর রাখা হয়। দ্বিতীয়ত ডলারের তুলনায় টাকার দাম কত হয়েছে, তার উপরে লক্ষ রাখা হয়।জিএসটি আদায় ভারতীয় অর্থনৈতিক পরিকাঠামোর উপর কতটা প্রভাব ফেলছে,তা নিয়ে চলছে জোর চর্চা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *