জাতীয় ফুটবলারদের সংবর্ধনা মেমারিতে

আনোয়ার আলি, মেমারি, ২৪ অক্টোবর

গুজরাতের আমদাবাদে ইক্কা এরিনা স্টেডিয়ামে ফাইনালে কেরলকে দুরমুশ করে দেয় বাংলা। দলের ট্রফি জয়ের অন্যতম কারিগর হুগলির তিন জন— দীপেশ মুর্মু, বাসুদেব মান্ডি, তারক হেমব্রম এবং পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়ার সুরজিৎ হাঁসদা।

সোমবার মেমারিতে ফুটবল প্রেমী তুহিন যশের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল এবং বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অর্গানাইজেশনের সহযোগিতায় বাংলা দলের ফুটবল খেলোয়াড় দীপেশ মুরমু, বাসুদেব মান্ডী, সুরজিত হাঁসদাকে সংবর্ধনা দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জয়েন্ট বিডিও সৌমাল্য ঘোষ, ফুটবল প্রেমী জয়ন্ত সাহা ও টিম আঁচলের সদস্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মহাদেব টুডু।

Leave a Reply