Spread the love

জলমগ্ন রাস্তায় তৃণমূল সাংসদ সৌগত রায়! 

সোমনাথ ভট্টাচার্য
প্রবল বৃষ্টিতে জলমগ্ন বাংলা।তবে মহানগর কলকাতার জলযন্ত্রনাটা একটু বেশি।বেহাল নিকাশি ব্যবস্থায় স্বাভাবিক জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এই পরিস্থিতিতে বৃষ্টি মাথায় নিয়ে কেন হঠাত্‍ রাস্তায় নামলেন তৃণমূল সাংসদ সৌগত রায়?  ঘনিষ্ঠমহল সূত্রে প্রকাশ , লেক গার্ডেন্স এলাকায় সৌগত রায়ের বাড়িতে এদিন জল ঠেঙিয়ে কাজে আসেন নিরাপত্তারক্ষী। এসে মজার ছলে তিনি সৌগত বাবুকে বলেন  রাস্তার এই অবস্থা সত্ত্বেও তিনি কাজে ফাঁকি দেননি। রাস্তায় নেমে সাংসদকে পরিস্থিতি দেখতে বলেন ওই কর্মী। মজার ছলে বলা হলেও সেই কাজই করেন বর্ষীয়ান এই  রাজনীতিবিদ। লুঙ্গি পরা অবস্থাতেই বাড়ির এলাকায় জলে নামেন তিনি। বেশ কিছুক্ষণ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। লুঙ্গি অনেকটা উপরে তুলে নিয়েছিলেন সেসময় তিনি। নিজের বাড়ির নিরাপত্তারক্ষী ঝড়জল মাথায় নিয়ে কর্তব্যে অবিচল, তা দেখে সৌগত বাবু নিজেও রাস্তায় নামেন। বাড়ির জানলা দরজা দিয়ে সাংসদকে এই রূপে দেখতে উঁকি মারেন প্রতিবেশীরা। তাঁদের কারও কারও সঙ্গে জলে দাঁড়িয়ে কথাও বলেন সৌগত রায়। সমস্যার কথা জানতে চান। সমাধানের আশ্বাসও দেন। সৌগত রায়ের এই জলমগ্ন রাস্তায় লুঙ্গি তুলে হাঁটা নিয়ে রাজনৈতিক মহলে অনেকে অনেক রকম কথা বলছেন। কেউ কেউ প্রচার করছেন, এভাবে নিজের দলকে বিড়ম্বনায় ফেলেছেন দমদমের সাংসদ। তবে বাড়ির নিরাপত্তারক্ষীর কথাতেই এমন কাজ করেছেন বলে ঘনিষ্ঠ মহল সুত্রে নাকি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *