Spread the love

জঙ্গলমহলে পুলিশ প্রশাসনের কড়া নজরদারিতে শেষ হলো মাধ্যমিক পরীক্ষা

:- সাধন মন্ডল বাঁকুড়া:—শনিবার ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা হাসিমুখে বাড়ির পথে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরোবার মুহূর্তে আমাদের মুখোমুখি হয়েছিলেন বেশ কিছু ছাত্র-ছাত্রী তারা বলেন পরীক্ষা মোটামুটি ভালই হয়েছে। প্রশ্নপত্র ভালো ছিল। পরীক্ষা কেন্দ্র গুলি নিয়মিতভাবে পুলিশ প্রশাসনের নজরে ছিল তাছাড়া পরীক্ষা শেষের দিন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ঘটে থাকে পুরানো অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে পুলিশ প্রশাসন সতর্ক হয়ে কড়া নজর রেখেছিলেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মত। জঙ্গলমহল এলাকায় কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর নেই। শান্তিপূর্ণভাবেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। সারেঙ্গা ব্লকের কৃষ্ণপুর গোহালডাঙ্গা এস এস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা আনন্দ সহকারে জীবনের বড় প্রথম পরীক্ষা দিয়ে হাসিমুখে স্কুল চত্বর ছাড়লেন। পরীক্ষা শুরুর দিন জঙ্গলমহল এলাকার প্রতিটি পরীক্ষার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও বিশিষ্ট সমাজসেবীরা হাজির হয়েছিলেন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য তাদের হাতে কলম ,পরীক্ষার পাটা, জলের বোতল তুলে দেওয়া হয়। রায়পুর ব্লকের মৌলাসোল রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে শুরুর দিন সকাল সাড়ে আটটায় হাজির হয়েছিলেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো। তিনি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান ও তাদের হাতে একটি করে কলম তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *