শুভ ঘোষ,
গত 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উপলক্ষে দক্ষিণ কোদালিয়া নিউ ব্যারাকপুর এর বিশ্ব সেবাশ্রম সংঘে চেতনা বার্তা পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সেদিন পত্রিকাটির উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীর ব্রহ্মচারী মহারাজ। সেদিনের পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা সমীর ব্রহ্মচারী মহারাজ, সঞ্জীব সরকার স্বপনকুমার দাস প্রতাপ অধিকারী পৌলোমী অধিকারী জিতেন সরকার গণেশ নাথ সুলগ্নাবসু দীপক ঘোষ জিষ্ণু বিশ্বাস পল্লবী চ্যাটার্জি কৃষ্ণ বন্ধু ধর প্রশান্ত দাস সাগর দাস ও শুভ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।সম্পাদক মানস ঘোষ প্রধান সম্পাদকঃ জিতেন সরকারের উদ্যোগে এই পত্রিকাটি প্রকাশিত হয়।