উত্তরবঙ্গের স্বনামধন্য চা-পরিবেশক ‘চা-খোর’ তাদের নতুন বিপণি খুলল কেষ্টপুরের বারোয়ারিতলায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সৌরভ জোয়ারদার, সন্দীপ জোয়ারদার, কোলকাতা ভেঞ্চার্সের এম.ডি. আভেলো রায়, সমাজসেবী শঙ্কর রাউৎ, বাচিক শিল্পী বৈশালী বাসু। ছবি- সুবল সাহা