সুভাষ মজুমদার,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহরায় এর উদ্যোগে চাঁপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও মিনহাজ গার্মেন্টস এর কর্ণধার মিরাজ মল্লিক, সিরাজ মল্লিক, এ. বি ইলেকট্রনিক্স এর কর্ণধার জাহির আব্বাস,বিল্লাল মল্লিক সাহেব এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল শারদীয় উৎসব ও রবিউল আউয়াল মাসের গুরুত্ব কে সম্মান জানিয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রায় 400 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আনন্দে উৎফুল্ল। সম্প্রীতির বাংলায় সকলে যেন মিলেমিশে একাকার।
সমগ্র অনুষ্ঠানটি কে সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার পৌরপ্রসাশক স্বপন সামন্ত, এলাকার বিশিষ্ট সমাজসেবী লাল্টু চ্যাটার্জী, পীরনগর দরবার শরীফের পীরজাদা মাওলানা আবুল কাশেম, কে.জি.এন. মার্বেল এর কর্ণধার হাজী সিরাজুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর নঈম , তালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ কারক, আস্তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব ঘোষ,তারকেশ্বর টাউনের যুব সভাপতি অনুপ পন্ডিত,সহ সভাপতি রাহুল মুখার্জি, গৌরহরি বেরা, কল্যাণ ব্যানার্জি প্রমূখ।