Spread the love

গ্রামীণ ব‍্যাংক রিটায়ার্ড কর্মীদের সম্মেলন

সাধন মন্ডল,

বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রিটায়ার্ড স্টাফ এন্ড পেনসনার্স অ্যাসোশিয়েশনের বাঁকুড়া আঞ্চলিক কমিটির ৩য় দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন বাঁকুড়া আঞ্চলিক কমিটির সভাপতি শ্রী গুরুদাস লক্ষ্মণ। শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর সম্মেলনের প্রকাশ্য অধিবেশন শুরু হয়।
সুপ্রিম কোর্টের পেনশন সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ রূপায়ণ, পেনশনারদের দ্বিতীয় অপশনের সুযোগ প্রদান,, ভি- আর এস, সি আর এস, রিজাইনড, ডিসমিসড কর্মীদের , বানিজ্যিক ব্যাঙ্কের অনুরূপ সুযোগ সুবিধা প্রদান,ফ্যামিলি পেনশনারদের বর্ধিত পেনশন,কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী অতীত অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের পেনশনযোগ্য চাকুরির সময়কাল নির্ধারণ, ফেরৎ দেওয়া অতিরিক্ত পি এফের অর্থ ফেরৎ দেওয়া সহ রাজ‍্যভিত্তিক গ্রামীণ ব্যাংক গঠনের মাধ্যমে “জাতীয় গ্রামীণ ব‍্যাংক” গঠনের দাবিতে বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক এ আই আর আর বি এ-এর সাধারণ সম্পাদক শ্রী আব্দুল সঈদ খান ও কেন্দ্রীয় সংগঠনের ভূতপূর্ব সভাপতি শ্রী অজিত কুমার ঘোষ, অল বেঙ্গল গ্রামীণ ব‍্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী পার্থসারথি সান‍্যাল, এন এফ আর আর বি ও-র কোষাধ্যক্ষ শ্রী বিধান চক্রবর্তী, বি জি ভি বি আর এস পি এ-র সাধারণ সম্পাদক শ্রী তিমির রায় প্রমুখ ।উপস্থিত সমস্ত বক্তা উপরোক্ত বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেন ও বক্তব্য রাখেন আগামী দিনের আন্দোলনকে আরো দৃঢ় করার আহ্বান জানিয়ে সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন আজকের অনুষ্ঠানের সভাপতি গুরুদাস লক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *