Spread the love

গোবিন্দপুরে দুয়ারে সরকার কর্মসূচি ।।

জাহির আব্বাস :

বর্ধমান ২ ব্লকের হাট গোবিন্দপুরের ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ে শনিবার শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি। জানা গেছে, ভিড় এড়াতে পঞ্চায়েতের অধীনস্থ ছয় টি করে গ্রাম সংসদ নিয়ে এই ক্যাম্প শুরু হয়েছে। এরপর আরও তিন দফায় অর্থাৎ ২৭ আগস্ট,২ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর এই কর্মসূচি চলবে। লক্ষীর ভান্ডার প্রকল্পের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু,খাদ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রভৃতি প্রকল্পের ফরম ফিলাপ করার জন্য প্রায় দু হাজার মানুষ এসেছিলেন। উল্লেখ্য, বিধায়ক নিশীথ কুমার মালিকের উপস্থিতিতে রায়পুর কাশিয়ারা স্পোটিং ক্লাবের পক্ষে পাড়ায় সমাধান এ একটি ইন্ডোর স্টেডিয়াম করার আবেদন গ্রহণ করা হয়। ক্যাম্পে বাউল গানের মধ্য দিয়ে আগত উপভোক্তাদের সচেতন করা হয়। জানা গেছে, পরবর্তী তে লক্ষ্মীর ভান্ডারে ভিড় এড়াতে যাতে গ্রামের প্রতিটি ভোট কেন্দ্রে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার এর আবেদন গ্রহণের চেষ্টা করা যায়,তার ব্যবস্থা করা হবে। ক্যাম্পের সারাদিনের তদারকিতে ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বিডিও সুবর্ণা মজুমদার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, সৌভিক পান, সনৎ মন্ডল, প্রধান মধুছন্দা রায়, উপ প্রধান তুহিন কোনার, ছাত্রনেতা অর্ণব দত্ত, যুব নেতা শরিফুল মণ্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *