Spread the love

জাহিরুল হক (রাজা মাস্টার),

কিছুদিন আগে তিন দিন ধরে লাগাতার ভারী বর্ষণের দরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মধ্যে অজয় নদের তীরবর্তী বীরভূমের নানুর থানার সুন্দরপুরে বাঁধ ভাঙার দরুন সুন্দরপুর গ্রামটি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়।ওখানে আর একটিও বাড়ির অস্তিত্ব নেই।গ্রামবাসীরা এখন আশ্রয় নিয়েছে বাঁধের ধারে।সেখানেই তারা ত্রিপলের তাঁবু করে কোনো রকমে দিন কাটাচ্ছে।এই পরিস্থিতে তাদের পাশে এসে ত্রাতার ভূমিকা নিয়েছেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান।বন্যার পরের দিন থেকেই এই গৃহহীন অসহায় মানুষদের পাশে এসে তিনি সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।এই মানুষদের সব কিছু প্রয়োজন তিনি অনায়াসে পূরণ করছেন।এছাড়াও বিভিন্ন সংস্থা, বিভিন্ন গ্রাম থেকে ত্রাণ সামগ্রী সুন্দরপুর গ্রামে পৌঁছে দিচ্ছে।গুরুকৃপা নন্দরানী বাউল সম্প্রদায় এই সুন্দরপুর গ্রামের মানুষদের হাতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে একশো কুড়ি জন মহিলার হাতে শাড়ি তুলে দেন।এই বাউল সম্প্রদায়ের সদস্য মানস মুখার্জী বলেন,সোস্যাল মিডিয়াতে এই ভয়াবহ দৃশ্য দেখে আমরা বিভিন্ন জনের কাছে ভিক্ষা করে এই ক্ষুদ্র বস্তু এই মানুষদের কাছে তুলে দিতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পুজোর যেকোনো দিন তারা এখানে এসে তাদের বাউল টিম নিয়ে একটি সংগীতানুষ্ঠান করব।পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান বলেন-এই মানুষদের পাশে প্রশাসন ও তৃণমূল সব সময় আছে।এই গ্রামে এই বছর দুর্গাপূজা হবে এবং তার সমস্ত খরচ আমরাই করবো,আর প্রতি বছর যে রকম পূজো হয় ,এই বছর তার থেকেও ভালো করার চেষ্টা করবো।সুন্দরপুরের মানুষ কেরিম খানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *