Spread the love

গতানুগতিক চাষ ছেড়ে ড্রাগন চাষ

সেখ সামসুদ্দিন, ২১ জুনঃ মেমারি ১ ব্লকের কালসি এলাকায় গতানুগতিক চাষ ছেড়ে ড্রাগন চাষ করছেন চাষী। এই চাষী হলেন একজন শিল্পদ্যোগী, আবার বড় চাষী। তিনি সবসময় নিত্য নতুন চাষে আগ্রহী তিনি প্রায় তিন বিঘা জমিতে ড্রাগন চাষ করেছেন। এই চাষী হলেন এক সময়ের মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি তথা শিল্পোদ্যোগী ও চাষী আব্দুল আজিজ। তিনি একদিকে যেমন নিত্যনতুন চাষের উপযোগী যন্ত্রের উৎপাদক, আরেকদিকে এই ধরনের নিত‍্য নতুন চাষ করেন। তার কাছ থেকে জানা যায় এক বিঘা জমিতে ড্রাগন চাষ করতে লক্ষাধিক টাকা খরচ। এক একটি গাছের চারার দাম ১০০ টাকার উপরে। তবে এই চাষ ঠিকমতো করতে পারলে ভালো মুনাফা পাওয়া যায়। তিনি অন্তত এই চাষ থেকে লাভের মুখ দেখেছেন। এই ড্রাগন ফল ঔষধি গুনসম্পন্ন এবং ক্যাকটাস গোত্রের গাছ থেকে এই ফল হয়। ড্রাগন ফলের উপকারিতা শরীরের বহু রোগের থেকে মুক্ত হওয়া যায়। ত্বকের সমস্যা, চুলের সমস্যা, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে, রক্তের শর্করার লেভেল নিয়ন্ত্রিত রাখতে, হৃদপেশী ও ধমনীর কার্যকারিতা বৃদ্ধিতে, রক্তাল্পতা কমাতে, এন্টি অক্সিডেন্ট ক্যান্সারের পোস্ট তৈরিতে, চোখের গ্লুকোমা রোগ প্রতিরোধে, বাতের ব্যথা কমাতে, কোষের ক্ষত মেরামতে, হাঁপানির সমস্যা দূরীকরণে, ক্যালসিয়াম-পটাশিয়াম, কিডনি, হাড় ও দাঁতের সমস্যায় দারুণভাবে এই ফল উপকারী। কেউ যদি তার এই ড্রাগন চাষে আগ্রহী হন তিনি চাষের বিষয়ে সার্বিক সহযোগিতায় প্রস্তুত আছেন বলে জানান এবং তিনি গাছের চারা সরবরাহ করার কাজও করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *