Spread the love

আলিপুর আদালতে খুনের মামলায় দোষী গুঞ্জন সহ চার

মোল্লা জসিমউদ্দিন টিপু,
বৃহস্পতিবার দুপুরে কলকাতার আলিপুর জেলা আদালতে এক খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন গুঞ্জন ঘোষ সহ আরও তিনজন। রোমা ঝাওয়ার অপহরণ মামলায় মূল অভিযুক্ত গুঞ্জন ঘোষ এর আগে তিনটি মামলায় যাবৎজীবন জেলে থাকবার নির্দেশ পেয়েছে আদালতের কাছে।এদিন আলিপুরের দ্বাদশ অতিরিক্ত জেলা ও দায়রা এজলাসে  এই মামলায় অভিযুক্ত হিসেবে গুঞ্জন ঘোষ ছাড়া আরও তিনজন ছিল। তাদের নাম দীনেশ যাদব, মুকেশ সিং ও মুন্না সিং। বর্তমানে এরা সকলেই জেল হেফাজতে। রোমা ঝাওয়ার অপহরণ কাণ্ডের সঙ্গেই একটি খুনের ঘটনায় জড়িয়ে যায় গুঞ্জন ও তার তিন শাগরেদ। সেই ঘটনা ২০০৪ সালের। মুক্তিপণ আদায়ের নামে সল্টলেকের এক ব্যবসায়ীর মেয়ে রোমা ঝাওয়ারকে অপহরণ করেছিল অভিযুক্তরা। ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় হলে তরুণীকে ছেড়ে দেওয়া হয় তখন। তবে গন্ডগোল  বাঁধে এর পরেই। মুক্তিপণের টাকার বখরা নিয়ে বচসা শুরু হয় অভিযুক্তদের মধ্যে। খুন হয় অরবিন্দ প্রসাদ নামে এক যুবক। এই অরবিন্দ ছিল গুঞ্জনের অন্যতম  শাগরেদ। তদন্তকারী পুলিশ জানায়, – মারধর করে কুপিয়ে খুন করা হয়েছিল অরবিন্দকে। মৃতদেহ বাইপাস সংলগ্ন পরমা থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। ২০০৫ সালে অরবিন্দ প্রসাদ খুনের মামলায় আলিপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলা ওঠে আলিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা এজলাসে । গুঞ্জন ঘোষ-সহ চারজনের বিরুদ্ধে খুন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এতদিন ধরে সেই মামলা চলছিল। আদালত সূত্রে প্রকাশ , রোমা ঝাওয়ার অপহরণ, অরবিন্দ প্রসাদ খুনের মামলা ছাড়াও আরও দুটি খুনের মামলা ঝুলছিল গুঞ্জনের নামে। মোটি তিনটি মামলায় গুঞ্জন ইতিমধ্যেই যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত,  মামলা গুলি হলো ১) রোমা ঝাওয়ার অপহরণ ও মুক্তিপণ আদায়, ২)নারকেলডাঙা এলাকার পুলকার ব্যবসায়ী বিশ্বজিত্‍ দে হত্যা মামলা ও ৩) দমদমের দুধ ব্যবসায়ীর ছেলে মিঠুন কোলে হত্যা মামলা। যদিও গুঞ্জন দাবি করেছিল তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারা ও বেআইনি অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে গুঞ্জন সহ চারজনকে। আগামী সোমবার তাদের সাজা ঘোষণা করবে আলিপুর জেলা আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *