Spread the love

কয়লা পাচার মামলায় ৯ কোটির উপর লালাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি

নিজস্ব প্রতিনিধি, 
কয়লা পাচার মামলায় বড়সড় অভিযান চালালো কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। কয়লা পাচার কাণ্ডে  অভিযুক্ত অনুপ মাঝি  ওরফে লালা, বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরোট (ইডি)। সূত্রে প্রকাশ , জমি, গাড়ি, অফিস মিলিয়ে প্রায় ৯ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত তথা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি জানিয়েছে এখনও পর্যন্ত ১৭১.৮৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি জানিয়েছে, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রদের সম্পত্তির পরিমাণ ১৩৫২ কোটি টাকা। ধাপে ধাপে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ হয়েছে হাইকোর্টে। অন্যদিকে, এক মাস আগেই লালার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বাঁকুড়া জেলা আদালত। ২০১৭ সালে বাআইনি কয়লা পাচারের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। বাঁকুড়ার বেআইনি কয়লাখনির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের পাশাপাশি সিআইডি-ও তদন্ত শুরু করেছিল। ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি টিম দুর্গাপুর-আসানসোলের যে সমস্ত জায়গায় অবৈধ ভাবে কয়লা তোলা হচ্ছিল যে সব জায়গায় যায় তদন্তের জন্য। মাস খানেক পরে লালা ঘনিষ্ঠ রণধীর সিংকে গ্রেফতার করে সিআইডি। ইতিমধ্যেই বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে কয়লা কাণ্ডে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লিতে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল। জেরার মধ্যেই তাঁকে গ্রেফতার করে ইডি। এই অশোক মিশ্র আবার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর আত্মীয়। বিনয়ও কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত। তাঁকেও হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তাঁর ভাই বিকাশ মিশ্র ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। তা ছাড়া বিনয়ের বাড়ি, ফ্ল্যাট সিল করে দিয়েছে তদন্ত এজেন্সি। এদের মধ্যে বিনয় মিশ্র ফেরার। যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদকের নামে রেড কর্ণার নোটিস জারি করেছে সিবিআই। খোঁজ নেই গণেশ বাগাড়িয়ারও। প্রাথমিক ভাবে গোয়েন্দারা জানতে পেরেছেন গণেশ দুবাইয়ে রয়েছেন। সম্প্রতি জানা গিয়েছে প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্রে নাগরিকত্ব নিয়েছেন বিনয়। একাধারে সিবিআই অপরদিকে ইডি যৌথ তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *