ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে এবং সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে-ডো এসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালনায় “ওয়েস্ট বেঙ্গল সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪” গত ৬ই ও ৭ই এপ্রিল, ২০২৪ তারিখে হাওড়ার আলামোহন দাস ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। রাজ্যের প্রায় একহাজার ক্যারাটেকা এখানে অংশগ্রহণ করে।
দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের চিফ কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানান, “পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ২৩ জন অংশগ্রহণ করে, যার মধ্যে দ্য মার্শাল আর্টস একাডেমী, বর্ধমানের ১০ জন মোট ১৬ টি পদক (৪ সোনা, ৬ রুপো ও ৬ ব্রোন্জ) জয়লাভ করে। এর মধ্যে উল্লেখ্যভাবে অয়ন্তিকা সাহা এবং শ্রেয়সী ঘোষ “চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস” হয়।”
পদক বিজয়ীরা হল, অয়ন্তিকা সাহা (কাতা সোনা, কুমিতে সোনা), শ্রেয়সী ঘোষ (কাতা রুপো, কুমিতে সোনা), চৈতালি গুইন (কাতা সোনা, কুমিতে ব্রোন্জ), লগ্নজিতা খাঁ (কাতা রুপো, কুমিতে ব্রোন্জ), মেঘনা রায় (কাতা ব্রোন্জ, কুমিতে রুপো), সপ্তর্ষি গাঙ্গুলি (কাতা ব্রোন্জ, কুমিতে রুপো), রাজর্ষি গাঙ্গুলি (কাতা রুপো, কুমিতে ব্রোন্জ), বৈদ্যুতি মণ্ডল (কাতা রুপো) এবং চন্দ্রিমা চক্রবর্তী (কাতা ব্রোন্জ)।
এই খবরে সকলে খুব খুশি ও আনন্দিত।