Spread the love

কালীপূজা উপলক্ষে লোকপুর থানায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিভিক ভলিন্টিয়ারদের পুরস্কার প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- কালীপূজা উপলক্ষে লোকপুর থানার উদ্যোগে এবং কৃষ্টি লোক নামক এক সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালনায় মঙ্গলবার স্থানীয় থানার নতুন ভবন চত্বরে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই উপলক্ষে কৃষ্টি লোক সাংস্কৃতিক গোষ্ঠীর কলাকুশলী শিল্পী তথা স্থানীয় শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে নাচ গান কবিতা আবৃতি পরিবেশিত হয়।পাশাপাশি এই মঞ্চ থেকেই লোকপুর থানার অধীনে কর্মরত তিন জন ভিলেজ পুলিশ সহ ১৭ জন সিভিক ভলিন্টিয়ারাকে ভালো কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। লোকপুর থানার ওসি তার বক্তব্যের মাধ্যমে উক্ত পূরস্কার প্রাপকদের সম্বন্ধে বলেন বিভিন্ন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর সংগ্রহ সহ ভালো কাজের জন্য থানার দৃষ্টি আকর্ষন করেছে। যার পরিপ্রেক্ষিতে তাদের চিহ্নিত করে তাদের উৎসাহ প্রদান করার জন্য এই পুরস্কার প্রদান। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, এস আই অমিত প্রামানিক, এএসআই রামপ্রসাদ মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলিন্টিয়ারগন। পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় আইনজীবী সুনীল কুমার সাহা, শিক্ষক সেখ জুলফিকার আলী,সমাজসেবী কাঞ্চন দে, শ্রীমন্ত মুখার্জী, দীপক শীল, উজ্জ্বল দত্ত,সুকমার নন্দী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *