কালনা মহকুমা আদালতে হলো জাতীয় লোক আদালত
পারিজাত মোল্লা,
শনিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা আদালতে হলো জাতীয় লোক আদালত।৩ টি বেঞ্চ বসেছিল বিচারক শ্রী সুধীর কুমার, শ্রীমতী ঝিলাম গুপ্তা এবং জামসেদ সেখের নেতৃত্বে।মহকুমা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক রঞ্জিত মজুমদার বলেন -” ২২৬৭ টি মামলার মধ্যে ৪৫৩ টি মামলার নিস্পত্তি ঘটেছে। ১ কোটি ১০ লাখের বেশি অর্থ বিষয়ক এই মামলা গুলি, ১৬ লক্ষ টাকা জমা পড়েছে এদিন “। বিদ্যুৎ, বিএসএনএল, ট্রাফিক, মানি স্যুট, টাইটেল স্যুট প্রভৃতি বিষয়ক মামলার শুনানি চলে।