কাটোয়ায় জেলাপুলিশের ‘পাঠশালা’
মোল্লা জসিমউদ্দিন টিপু,
সোমবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে দুটি ‘পাঠশালা’ প্রকল্পের শুভারম্ভ হলো।উদঘাটনী সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশসুপার কামনাশিস সেন ( আইপিএস), অতিরিক্ত জেলা পুলিশসুপার ( গ্রামীণ) ধ্রুব দাস, কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কৌশিক বসাক, কাটোয়া আইসি তীর্থেন্দু গাঙুলি, মঙ্গলকোট আইসি পিন্টু মুখার্জি পাশাপাশি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টপাধ্যায় এবং মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী উপস্থিত ছিলেন। কাটোয়া বিধানসভার অন্তর্গত ঘুমুরিয়া এবং মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত পুইনি গ্রামে এই দুটি পাঠশালা প্রকল্পের শুভারম্ভ হলো। আগামী দিনে জেলাপুলিশের কাটোয়া মহকুমা এলাকার উচ্চশিক্ষিত সিভিক ভলেন্টিয়াররা ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ুয়াদের পড়াশোনা করাবেন। আগামীদিনে এই দুটি এলাকায় জেলা পুলিশ পরিচালিত স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে।