Spread the love

সেখ আনোয়ার আলী (রানা),

প্রয়াত রামবিলাশ পাসোয়ানের গড়া রাজনৈতিক দল লোক জনশক্তি পার্টির প্রতীক বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। প্রয়াত নেতার ভাই পশুপতি কুমার এবং ছেলে চিরাগ পাসোয়ানের বিবাদে এই প্রতীক বাজেয়াপ্ত টি করলো কমিশন। দু তরফেই ‘কুঁড়েঘর ‘ প্রতীক চাওয়া হয়েছিল। নির্বাচন কমিশন কোনও পক্ষকেই প্রতীক দিচ্ছে না। কমিশনের তরফে শনিবার বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে কোনও গোষ্ঠী এলজেপি-র প্রতীক ব্যবহার করতে পারবে না।’কাকা পশুপতির সঙ্গে দ্বন্দ্বের জেরে মাস চারেক আগেই কোণঠাসা হয়ে পড়েছিলেন ভাইপো চিরাগ। পশুপতি-সহ লোকসভায় দলের পাঁচ সাংসদ এক দিকে রয়েছেন। অন্য দিকে একা চিরাগ পাসোয়ান। এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার ওম বিড়লা পশুপতি গোষ্ঠীকেই ‘এলজেপি সংসদীয় দলের’ স্বীকৃতি দিয়েছে। এনডিএ জোটে পশুপতি গোষ্ঠীকে স্থান দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চিরাগকে ব্রাত্য করে পশুপতিকে কেন্দ্রীয়  প্রতিমন্ত্রী করেছেন। গত জুলাই মাসে এলজেপি-র সংসদীয় নেতা পশুপতি দলের জাতীয় কর্মসমিতির অধিবেশন ডেকে চিরাগকে সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরিয়েছিলেন।  নির্বাচন কমিশনের স্বীকৃতি না মেলায় পশুপতি গোষ্ঠী বিড়ম্বনা বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রসঙ্গত, চিরাগ সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়ে বিহারে বিজেপি-জেডি(ইউ) জোটের মোকাবিলার বার্তা দিয়েছেন।তবে চিরাগ পাসোয়ানের কোন স্বীকৃত প্রতীক না থাকায় সমস্যা বাড়লো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *