Spread the love

কাঁথি সমবায় ব্যাংক থেকে অপসারিত ‘চেয়ারম্যান’ শুভেন্দু, 

সোমনাথ ভট্টাচার্য,
মঙ্গলবার কাঁথি সমবায় ব্যাংক কর্তৃপক্ষ  চেয়ারম্যান পদে থাকা শুভেন্দু অধিকারী কে অপসারিত করল। এদিন কাঁথি সমবায় ব্যাংকের ১০ জন ডিরেক্টর উপস্থিত থেকে এই সির্দ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করে থাকেন।১০ জনই একমত চেয়ারম্যান পদে থাকা শুভেন্দু অধিকারী কে অপসারণের প্রশ্নে।দীর্ঘদিন ধরে এই পদে ছিলেন শুভেন্দু অধিকারী। বোর্ড অফ ডিরেক্টরদের সাথে ক্রমশ দুরত্ব বাড়ছিল শুভেন্দুর।ভাইস চেয়ারম্যান চিন্তমনি মন্ডল কে চেয়ারম্যান পদে আনা হয়েছে। এদিন ডিরেক্টররা জানান – ‘ দীর্ঘদিন উনি বৈঠকে আসছেন না।যার ফলে লোনের ফাইল গুলি পাস হচ্ছেনা । ব্যাঙ্কের বড় আর্থিক ক্ষতি হচ্ছে’। কাঁথি সমবায় ব্যাংক এর ১৯ জন বোর্ড অফ ডিরেক্টর রয়েছেন। এদের মধ্যে ১৫ জনের ভোটাধিকার রয়েছে। এর মধ্যে ১ জন সম্প্রতি মারা গেছেন। অর্থাৎ ১৪ জন ভোটাধিকার এর ক্ষমতা রয়েছে। মঙ্গলবার এই বৈঠকে ১০ জন বোর্ড অফ ডিরেক্টর যোগ দেন।সবাই সহমত পোষণ করে থাকেন চেয়ারম্যান পদে শুভেন্দু অধিকারী কে অপসারণ প্রশ্নে।সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন – ‘ সমবায় ব্যাংকে ভুয়ো একাউন্ট রয়েছে। হাজার হাজার কোটি টাকার অনিয়ম রয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *