শুভ ঘোষ,

শারদীয়া পূজার উপলক্ষে উত্তর কলকাতায় ২৮নং ওয়ার্ড গড়পার পাঁচমাথায় পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন পূজা সাহা উদ্যোগে ১০০জন গরীব অসহায় মানুষদের (শাড়ি)বস্ত্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন তিপার্টি, রঘুনাথ আগারওয়াল, মুন্না বাজপাই, রভি শর্মা,দিলিপ সংকার,দ্বারা সিং অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply