Spread the love

কর্নাটকে একই কলেজে করোনা পজিটিভ ৩২,উদ্বেগ বাড়ছে

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়
গত দেড় বছরের বেশি সময়কাল বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্তে স্বাভাবিক জীবনযাত্রা বদলেছে। এখন তৃতীয় ঢেউতে ডেল্টা প্রজাতির ভাইরাস আরও দুশ্চিন্তায় রাখছে স্বাস্থ্যমহল কে।ঠিক এইরকম পরিস্থিতিতে কর্নাটকের একই কলেজে করোনা পজিটিভ ৩২ জন ছাত্রছাত্রী, তাতে নুতন করে উদ্বেগ বাড়াচ্ছে কর্ণাটক কে।কর্নাটকের কোলারে এক নার্সিং কলেজে ৩২ জন ছাত্রছাত্রী করোনা পজিটিভ হয়েছে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন – ওই কলেজ পরিদর্শনে যাবেন।সেইসাথে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।তিনি জানিয়েছেন – ‘ কোলারে গোল্ড ফিন্ডসে একটি কলেজে ৩২ জন ছাত্রছাত্রী করোনা পজিটিভ হয়েছেন।আমি ওই কলেজ পরিদর্শনে যাব।কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব’। কর্ণাটকে একসময় দৈনিক ৫০ হাজারের কাছাকাছি ব্যক্তির করোনা ভাইরাসের সংক্রমণ ঘটতো।এখন সেটা ৭০০ থেকে ৮০০ জন হয়। অতিমারী রুখতে রাজ্য সরকার কঠোর পরিশ্রম চালাচ্ছে।বর্তমানে দেশের মধ্যে কর্নাটকে করোনা সংক্রমণ বেশি।প্রতিদিন কেরল রাজ্য থেকে কর্ণাটকের দক্ষিণ কন্নড়, উদাপী জেলায় বহু মানুষ আসছেন। সেখান থেকে করোনা সংক্রমণ ঘটছে কিনা তা দেখা হবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট পড়ুয়ার ২% করোনা পজিটিভ হলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান টি বন্ধ করে দিতে হবে বলে সরকারি গাইডলাইন রয়েছে। গত মার্চ থেকে করোনার ডেল্টা প্রজাতির ভাইরাসের সংক্রমণ ঘটছে দেশে।তাই কর্নাটকের একই কলেজে করোনা পজিটিভ ৩২ জন ছাত্রছাত্রী হওয়ায় উদ্বেগ বাড়ছে এই রাজ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *