Spread the love

সেখ সামসুদ্দিন,

গত শুক্রবার আমেরিকার স্বাস্থ্যমন্ত্রকে প্রকাশিত হয় করোনার সর্বশেষ অবস্থা নিয়ে  তিনটি গবেষণাপত্র।সেখানে দাবি করা হয়েছে করোনা টিকা গ্রহিতাদের মৃত্যুর শঙ্কা ১১ গুন কম। সেইসাথে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুন কম। এই গবেষণা চালিয়েছে সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন।এই গবেষণাতেই উঠে এসেছে কোভিড টিকার কার্যকারিতা সংক্রান্ত সর্বশেষ তথ্য। সেখানে দাবি করা হয়েছে যে, করোনা ভাইরাসের ডেল্টা রূপের বিরুদ্ধে অন্য টিকার থেকে মডার্নার টিকা বেশি কার্যকর হচ্ছে। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে সিডিসি-র ডিরেক্টর রচেলে ওয়ালনেস্কি বলেছেন -”একের পর এক গবেষণায় আমরা দেখেছি এই টিকা কাজ করছে।”সিডিসি-র প্রকাশিত গবেষণাপত্রের প্রথম কাজ হয়েছিল গত  ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত। এই সময়কালে করোনার ডেল্টা রূপ সে ভাবে প্রকট ছিল না। এই সময়ের পর্যবেক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত করা পর্যবেক্ষণ। এই সময়ে ডেল্টা সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল। দুই ভিন্ন সময়ের পর্যবেক্ষণে টিকার কার্যকারিতা লক্ষ্য করেছেন আমেরিকার বিশেষজ্ঞ  গবেষকরা।টিকা নেওয়া ব্যক্তির জটিল সংক্রমণ হওয়ার আশঙ্কা, টিকা না নেওয়া ব্যক্তির তুলনায় তা কতটা কম, সে সবই উঠে এসেছে এই গবেষণায়। আমেরিকার সবথেকে বেশি ব্যবহৃত তিনটি টিকা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কতটা কম তাও জানিয়েছে সিডিসি। তারা জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রুখতে মডার্নার টিকা ৯৫ শতাংশ কার্যকর, ফাইজার ৮০ শতাংশ এবং জনসন অ্যান্ড জনসনের টিকা ৬০ শতাংশ কার্যকর।এতে কিছুটা স্বস্তি ফিরেছে করোনা টিকা গ্রহিতাদের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *