Spread the love

আমিরুল ইসলাম,


ভাতারের ভুমশোর গ্রামের এক।যুবক করোনার টিকা নিতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন, এলাকায় শোকের ছায়া।

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার দুপুরে ভাতার মালডাঙ্গা রোডে ভাতার কদমতলার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম কামালউদ্দিন শেখ(২৩)। ভাতারের ভুমশোর গ্রামে তার বাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সড়কপথের ওপরে ঝুঁকে পড়া একটি গাছের ডাল থেকে বাঁচতে আচমকা পাশ কাটাতে গিয়ে বাইকে ধাক্কা দেয়। বাইকআরোহী পড়ে গিয়ে লরির চাকার তলায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লরিটি পালিয়ে যায়।তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন কামালউদ্দিন শেখ নামে ওই যুবক কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য ভাতার স্টেট জেনারেল হাসপাতালে গিয়েছিলেন। করোনার ভ্যাকসিন নিয়ে দুপুর দেড়টাই বাইক নিয়ে একাই ফিরছিলেন। ভাতার বাজার মুখে আসার সময় একই দিকে আসছিল একটি ফাঁকা লরি। স্থানীয়রা জানান তখন লরিটি ও বাইক প্রায় পাশাপাশি ছিল। হঠাৎ লরিটি ডানদিকে চেপে যেতেই বাইকের সঙ্গে ঠেকে যায়। বাইক নিয়ে পড়ে যান কামালউদ্দিন। লরির পিছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তারা উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই মাসের এক শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *