উন্নয়ন,
দিলীপ রঞ্জন ভাদুড়ী।
উন্নয়ন হল স্বপ্ন মোদের
উন্নয়ন টা আমরা চাই
এখানে নেই কোন ভেদাভেদ
জাত পাতের বিচার নাই।
মাটির বাড়ী হাতে গোনা
ফাঁকা জমি কোথাও নাই,
যেটুকু জমি খালি আছে
প্রমোটারের হাতেই তাই।
চাকরি চাইলে পাবে কোথায়
ব্যবসা করতে শেখো আগে,
সরকার ঋণ পাইয়ে দেবেন
যা পরবে তোমার ভাগে ।
সিন্ডিকেট হল ভাগিদারী
ভেজালহীন ব্যবসাপাতি,
ইমারতি র ব্যবসা ভাল
হতেও পারো কোটিপতি!
বালি তোল, মাটি তোল
করতে পার ইট ভাটা,
সেলামী টা দিতে শিখলেই
সফল হবে পথ হাঁটা।
যখন যেমন,তখন তেমন
আসল হল টিকে থাকা,
মৌচাকে ঢিল পড়লে কিন্তু
গায়ে বিঁধবে হুলের কাঁটা।
উন্নয়ন হয় ধাপে ধাপে
চলন্ত সিঁড়ির উঠা নামা,
ব্যালেন্স রেখে চলো যদি
গাইতে পারবে সা রে গা মা।
*** *** ***